Skip to main content

500mb Totally Free in Airtel।। এয়ারটেল সিমে ৫০০ এমবি একদম ফ্রি

এবার এয়ারটেল সিমে ৫০০ মেগাবাইট ইন্টারনেট  পাচ্ছেন একদম ফ্রিতে।
  এই অফারটি
সব এয়ারটেল সিমের জন্য প্রযোজ্য।
সাথে আরও থাকছে ০.৫ পয়সা প্রতি সেকেন্ড এয়ারটেল টু এয়ারটেল



১ পয়সা প্রতি সেকেন্ড এয়ারটেল টু অন্য অপারেটর কলরেট যার মেয়াদ ৩০ দিন।
আর বোনাস এমবির মেয়াদ ৫দিন।  ২৪ ঘন্টাই ব্যবহার করা যাবে।



অফারটি পেতে রিচার্জ করুন ১৯ টাকা।
Hot Downloads of 2015 ! ব্যালেন্স চেক কররতে ডায়াল করুন *778*30#

Comments

Popular posts from this blog

অলস সময়কে কাজে লাগিয়ে পকেট খরচ চালান

স্বাগতম এআইটি টেক-এ।  সারাদিন নানা কাজের ব্যাস্ততার  ফাঁকে কিছুটা বা অনেকটা অলস সময় পড়ে থাকে। সেই সময়টাকেও কাজে লাগিয়ে  পকেট খরচ চালানোর মত টাকাটা আয় করা খুব সহজ। যদিও অনলাইনে আয় করাটা তেমন সহজ একটা কাজ না। তবে এখানে আমি যেটা শেয়ার করছি সেটা তুলনামূলক সহজ এবং পেমেন্ট বিকাশেও নেয়া যায়। এবং মাসে ৩০০০

PTC সাইট থেকে আয়ঃ ক্লিক্সসেন্স থেকে আয় করার পূর্ণ গাইডলাইন

আজ  যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তা হচ্ছে ক্লিক্সসেন্স এবং এটি দ্বারা কিভাবে আয় করা যায় তাই নিয়ে আলোচনা করবো। আমি আমার এই পোষ্টে ক্লিক্সসেন্স সমন্ধে একটি ভালো রিভিউ দেয়ার চেষ্টা করেছি। আমি আশা করি ক্লিক্সসেন্স এ যারা কাজ করছেন এবং যারা কাজ করতে চাইছেন তাদের সবার এই পোষ্টটি কাজে আসবে।ক্লিক্সসেন্স কি ?ক্লিক্সসেন্স একটি পিটিসি সাইট তবে এটি অন্যান্য পিটিসি সাইটের মতো না। এটির সমন্ধে আরোও

অনেকতো ডলার ইনকাম করলেন। এবার ইউরো ইনকাম করেন

কেমন আছেন? কথা না বাড়িয়ে কাজে নেমে পড়ি। প্রথমে বলে রাখি এটা শেয়ারইটের মতই। তবে এটাতে ফেসবুক , টুইটার , আর ইউটিউব  একাউন্ট থাকলেই হয়। প্রথমেই এই লিংকে