Skip to main content

অলস সময়কে কাজে লাগিয়ে পকেট খরচ চালান

স্বাগতম এআইটি টেক-এ। 

সারাদিন নানা কাজের ব্যাস্ততার  ফাঁকে কিছুটা বা অনেকটা অলস সময় পড়ে থাকে। সেই সময়টাকেও কাজে লাগিয়ে  পকেট খরচ চালানোর মত টাকাটা আয় করা খুব সহজ। যদিও অনলাইনে আয় করাটা তেমন সহজ একটা কাজ না। তবে এখানে আমি যেটা শেয়ার করছি সেটা তুলনামূলক সহজ এবং পেমেন্ট বিকাশেও নেয়া যায়। এবং মাসে ৩০০০
থেকে ৪০০০ টাকা আয় করা সম্ভব। এর জন্য লাগবে ১০টা ইমেইল একাউন্ট। প্রশ্ন জাগতে পারে এতগুলো ইমেইল কেন? প্রশ্নটা আপাততঃ নিজের কাছেই রাখুন।

কথা না বাড়িয়ে কাজে নেমে  পড়ি।  প্রথমে আপনার পিসিতে বা এন্ড্রয়েড ফোনে মজিলা ফায়ারফক্স বা গুগল ক্রোম ইনস্টল করে নিন। 

মজিলা ফায়ারফক্স ডাউনলোড লিংকঃ পিসি
ফোন

গুগল ক্রোম ডাউনলোড লিংকঃ পিসি
ফোন

ইনস্টল হয়ে  গেলে ফায়ারফক্স বা মজিলায় ঢুকে এই লিংকে যান (ছবিতে লাল চতুর্ভূজের ভেতর দেখুন)
লিংকে ঢুকলে উপরের মেনুবার থেকে sign up লেখায় ক্লিক করুন। 
এরপর ইউজারনেইম,  ইমেইল, পাসওয়ার্ড এগুলো দিয়ে Where did you hear about shareyt? এটার নিচের বক্সে লিখুন ait tech । তারপর SIGN UP এ ক্লিক করুন।
তারপর ইমেইলে ঢুকে সেটা কনফার্ম করে নিন।

কনফার্ম হয়ে গেলে আপনার ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। লগ ইন করার সময় লক্ষ্য করবেন

উপরে ডান পাশে একটা পপ আপ মেনু এসেছে। সেটাকে এলাউ করবেন। তারপর ডানপাশের মেনু থেকে Settings এ ক্লিক করবেন । সেটিংসে যাওয়ার পর প্রতিটা খালিঘরের আগে যে সাইটের নাম দেয়া আছে সেটাতে ঢুকে একাউন্ট খুলবেন। আপনাকে কমপক্ষে ১০টা একাউন্ট খুলতে হবে।  তারপর সেটার ইউজারনেম এই খালিঘরগুলোতে দিবেন। নিচের ছবিগুলো দেখুন।


 এরপর নিচের ছবির মত Update লেখায় ক্লিক করবেন।


প্রোফাইল সেট হয়ে গেল।

এখন এই ভিডিওটা দেখুন কিভাবে আয় করবেন।

আপনার একাউন্টে ১০০০ কয়েন হলেই আপনি ক্যাশআউট করতে পারবেন।






এই সাইটে আয় করার উপায় হচ্ছে ফেসবুকে পেইজ লাইক দিয়ে, পেইজ শেয়ার করে, ইউটিউবে ভিডিও দেখে ইত্যাদি করে কয়েন অর্জন করা। এদের হিসাব হয় কয়েনে। কয়েন ভাঙ্গিয়ে ডলার এবং টাকায় পরিণত করতে হয়। প্রতি শুক্রবার আর শনিবার পেমেন্ট পাওয়া যায়। ১০ টা ইমেইল থাকলে ১০ টা একাউন্ট১০০০ কয়েনে ১ডলার মানে ৮০ টাকা।  প্রতিটাতে যদি ১০০০ কয়েন করেও জমে তাহলে ১০০০x১০=১০০০০ কয়েন মানে ১০ ডলার=৮০০ টাকা।  আপনি নিশ্চয়ই প্রতিটাতে ১ ডলার করে সন্তুষ্ট হবেননা। কাজেই আপনার আয়ও বেড়ে যাবে।


আর এক আইডিতে ১ ডলার হচ্ছে ৭দিনের আয়। যদি আপনার ১০টা আইডি থাকে তাহলে ৭ দিনে আপনার আয় হবে ১০ ডলার। মাস শেষে ৪০ ডলার মানে ৩২০০ টাকা।

এছাড়াও Daily Activity Bonus এ প্রথম ১৫টি কাজের জন্য ১০ কয়েন এবং পরবর্তী ৫০ টি কাজের জন্য ২০ কয়েন মোট ৩০ কয়েন বোনাস হিসেবে পাওয়া যায় একদিনে। ৩০ দিনে যদি ৩০ কয়েন করে বোনাস পাওয়া যায়  তাহলে এক আইডিতে আসে ৩০০ কয়েন। ১০ আইডিতে আসে ৩০০০ কয়েন অর্থাৎ ৩ ডলার বোনাস


তাহলে আজই কাজ শুরু করে দিন। যে কোন সমস্যায় আমার নম্বরে কল করুন ।










Comments

Popular posts from this blog

PTC সাইট থেকে আয়ঃ ক্লিক্সসেন্স থেকে আয় করার পূর্ণ গাইডলাইন

আজ  যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তা হচ্ছে ক্লিক্সসেন্স এবং এটি দ্বারা কিভাবে আয় করা যায় তাই নিয়ে আলোচনা করবো। আমি আমার এই পোষ্টে ক্লিক্সসেন্স সমন্ধে একটি ভালো রিভিউ দেয়ার চেষ্টা করেছি। আমি আশা করি ক্লিক্সসেন্স এ যারা কাজ করছেন এবং যারা কাজ করতে চাইছেন তাদের সবার এই পোষ্টটি কাজে আসবে।ক্লিক্সসেন্স কি ?ক্লিক্সসেন্স একটি পিটিসি সাইট তবে এটি অন্যান্য পিটিসি সাইটের মতো না। এটির সমন্ধে আরোও

অনেকতো ডলার ইনকাম করলেন। এবার ইউরো ইনকাম করেন

কেমন আছেন? কথা না বাড়িয়ে কাজে নেমে পড়ি। প্রথমে বলে রাখি এটা শেয়ারইটের মতই। তবে এটাতে ফেসবুক , টুইটার , আর ইউটিউব  একাউন্ট থাকলেই হয়। প্রথমেই এই লিংকে