Skip to main content

অনেকতো ডলার ইনকাম করলেন। এবার ইউরো ইনকাম করেন

কেমন আছেন?

কথা না বাড়িয়ে কাজে নেমে পড়ি।

প্রথমে বলে রাখি এটা শেয়ারইটের মতই। তবে এটাতে ফেসবুক , টুইটার , আর ইউটিউব  একাউন্ট থাকলেই হয়।

প্রথমেই এই লিংকে 
ঢুকে রেজিস্ট্রেশন করুন।
তারপর ইমেইলে ঢুকে একাউন্ট কনফার্ম করুন।

এবার আপনার ফেসবুক আইডির লিংক, ইউটিউব প্রোফাইল, গুগল প্লাস একাউন্ট আর টুইটার একাউন্ট যুক্ত করুন।

মনে রাখবেন, যে গুগল প্লাস একাউন্টটা যুক্ত করবেন সেটার কমপক্ষে ৫ জন ফলোয়ার থাকতে হবে।


কাজ মোটামুটি কমপ্লিট। এবার এই ভিডিও টা দেখুন। সম্পূর্ণ টিউটোরিয়াল দেয়া আছে।

টাকা তুলতে পারবেন PayPal. PayZa দিয়ে।  Best Java, Android Games, Apps 



আর যে কোন সমস্যায় আমিতো আছিই।


অনলাইন আয়ের আগের পোস্ট

এই পোস্টের আগের পোস্ট

Comments

Popular posts from this blog

অলস সময়কে কাজে লাগিয়ে পকেট খরচ চালান

স্বাগতম এআইটি টেক-এ।  সারাদিন নানা কাজের ব্যাস্ততার  ফাঁকে কিছুটা বা অনেকটা অলস সময় পড়ে থাকে। সেই সময়টাকেও কাজে লাগিয়ে  পকেট খরচ চালানোর মত টাকাটা আয় করা খুব সহজ। যদিও অনলাইনে আয় করাটা তেমন সহজ একটা কাজ না। তবে এখানে আমি যেটা শেয়ার করছি সেটা তুলনামূলক সহজ এবং পেমেন্ট বিকাশেও নেয়া যায়। এবং মাসে ৩০০০

PTC সাইট থেকে আয়ঃ ক্লিক্সসেন্স থেকে আয় করার পূর্ণ গাইডলাইন

আজ  যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তা হচ্ছে ক্লিক্সসেন্স এবং এটি দ্বারা কিভাবে আয় করা যায় তাই নিয়ে আলোচনা করবো। আমি আমার এই পোষ্টে ক্লিক্সসেন্স সমন্ধে একটি ভালো রিভিউ দেয়ার চেষ্টা করেছি। আমি আশা করি ক্লিক্সসেন্স এ যারা কাজ করছেন এবং যারা কাজ করতে চাইছেন তাদের সবার এই পোষ্টটি কাজে আসবে।ক্লিক্সসেন্স কি ?ক্লিক্সসেন্স একটি পিটিসি সাইট তবে এটি অন্যান্য পিটিসি সাইটের মতো না। এটির সমন্ধে আরোও