Skip to main content

গুগল প্লে স্টোর থেকে App ডাউনলোড করে টাকা আয় করুন

কেমন আছেন সবাই?
প্রথমেই বলে রাখি এটা শুধুমাত্র এন্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য। তাহলে চলুন কাজে নেমে পড়ি।
প্রথমে
টাকা আয় করতে হরে আপনাকে এতে ফেসবুক দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করার পর একটি কোড চাইবে। আপনি ইচ্ছে করলে এই কোডটি ব্যবহার করুন CF72381 এই কোডটি ব্যবহার করলে আপনি $0.50 পাবেন।আমি জানি কোন রেফারেল দেয়া নীতিতে নেই কিন্তু কোন কোড ব্যবহার করা ছাড়া লগ ইন করতে পারবেন না। তাই এই কোডটি দিতে হলো। তাই সবার সার্থেই কোডটি দিতে হলো। এটা কোন ফেসবুক ফিশিং না। আপনি গুগলে সার্চ করে বা প্রে স্টোরে ইউজার রিভিও দেখে বিষয়টি নিস্চিত হতে পারেন। আর এটি প্লে স্টোর থেকে 1 মিলিওনের বেশি বার ডাউনলোড করা হয়েছে।
এবার দেখা যাক কিভাবে আয় করতে পারবেন : এটি ব্যবহার করা খুবই সহজ। আপনি অ্যাপটি ব্যবহার করলেই বুঝতে পারবেন যে কতটা সহজ। চলুন দেখি আয় করার পদ্ধতি গুলো:
  • প্লে স্টোর থেকে WHAFF এ দেয়া কোন অ্যাপ Install করলেই পবেন $0.05-$0.12 পর্যন্ত।
  • WHAFF দিয়ে Install করা অ্যাপটি প্রতিদিন ব্যবহার করলেই পাবেন $0.02-$0.1 পর্যন্ত। তবে একটি নির্দিষ্ট সময় দিন পর্যন্ত পাবেন।
  • WHAFF দিয়ে install করা অ্যাপটি uninstall না করলে প্রতিদিন পাবেন $0.01-$0.1 পরযন্ত।
    প্রতিদিন WHAFF এ attendance চেক করলে পাবেন $0.01
  • প্লে স্টোরে WHAFF এর উপর রিভিও কররে পাবেন $0.1
  • গুগল প্লাসে WHAFF কে অ্যাড করলে পাবেন $0.1
  • এটি রেফারেলও সাপোট করে। তাই রেফারেল করেও টাকা আয় করতে পারবেন।
টাকা Payout করার পদ্ধতি সমূহ:
  • Google Play Gift Card(কমপক্ষে $12)
  • Amazon Gift Card(কমপক্ষে $10.5)
  • Paypal (কমপক্ষে 10.5)
  • Itunes Gift Card(কমপক্ষে $12)
  • Xbox Gift Card(কমপক্ষে $10.5)
  • Facebook Gift Card(কমপক্ষে $12)
  • PlayStation Gift Card(কমপক্ষে $10.5)
  • Steam Gift Card(কমপক্ষে $22)

WHAFF ডাউনলোড
নিজের ওয়েবসাইট থেকে টাকা করুন Earn @ Wap4dollar.Com
এছাড়া আরো অনেক সুবিধা পাবেন যেগুলো WHAFF ব্যবহার করলেই বুঝতে পারবেন।

Comments

Popular posts from this blog

অলস সময়কে কাজে লাগিয়ে পকেট খরচ চালান

স্বাগতম এআইটি টেক-এ।  সারাদিন নানা কাজের ব্যাস্ততার  ফাঁকে কিছুটা বা অনেকটা অলস সময় পড়ে থাকে। সেই সময়টাকেও কাজে লাগিয়ে  পকেট খরচ চালানোর মত টাকাটা আয় করা খুব সহজ। যদিও অনলাইনে আয় করাটা তেমন সহজ একটা কাজ না। তবে এখানে আমি যেটা শেয়ার করছি সেটা তুলনামূলক সহজ এবং পেমেন্ট বিকাশেও নেয়া যায়। এবং মাসে ৩০০০

PTC সাইট থেকে আয়ঃ ক্লিক্সসেন্স থেকে আয় করার পূর্ণ গাইডলাইন

আজ  যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তা হচ্ছে ক্লিক্সসেন্স এবং এটি দ্বারা কিভাবে আয় করা যায় তাই নিয়ে আলোচনা করবো। আমি আমার এই পোষ্টে ক্লিক্সসেন্স সমন্ধে একটি ভালো রিভিউ দেয়ার চেষ্টা করেছি। আমি আশা করি ক্লিক্সসেন্স এ যারা কাজ করছেন এবং যারা কাজ করতে চাইছেন তাদের সবার এই পোষ্টটি কাজে আসবে।ক্লিক্সসেন্স কি ?ক্লিক্সসেন্স একটি পিটিসি সাইট তবে এটি অন্যান্য পিটিসি সাইটের মতো না। এটির সমন্ধে আরোও

অনেকতো ডলার ইনকাম করলেন। এবার ইউরো ইনকাম করেন

কেমন আছেন? কথা না বাড়িয়ে কাজে নেমে পড়ি। প্রথমে বলে রাখি এটা শেয়ারইটের মতই। তবে এটাতে ফেসবুক , টুইটার , আর ইউটিউব  একাউন্ট থাকলেই হয়। প্রথমেই এই লিংকে