Skip to main content

লিংক ছোট করে টাকা আয় করুন

শুভ ইংরেজি নববর্ষ!
কেমন আছেন সবাই? ব্যাক্তিগত ঝামেলার কারণে পঞ্চম পোস্ট দিতে দেরি হয়ে গেল।

আজ আপনাদের দেখাব কিভাবে লিংক ছোট বা শ্রিংক করে ২০০০ থেকে ৩০০০ টাকা আয় করা যায়।

ধরুন একটা
ওয়েবসাইটের নাম 1stfacenook.wapka.mobi

এতবড় ওয়েবসাইট লিখতে গেলেতো হাত ব্যাথা হয়ে যাবে। তাইনা?

কিভাবে এটাকে ছোট করা যায়? একমাত্র সাইটের মালিক যদি ডোমেইন নাম বদলায় তাহলেই ছোট হবে তাইতো?
আসলে এটার পাশাপাশি সাইটের মালিক না হয়েও আপনিই ছোট করতে পারবেন। এর জন্য বেশ কিছু ওয়েবসাইট আছে।

তবে একটা ওয়েবসাইট আছে যেটা দিয়ে লিংক ছোট করার পাশাপাশি টাকাও আয় করা যায়।



তাহলে আর দেরি কেন? চলুন শুরু করি।
প্রথমেই বলে রাখছি, ব্যাস্ততার কারণে কোন স্ক্রিনশট দেবনা। প্রথমেই এই লিংকে ঢুকে  একটা একাউন্ট খুলে নিন। প্রোফাইলটা পূর্ণ করুন। তারপর যেই ওয়েবসাইট মনে চায় সেটা লিখে শ্রিংক বাটনে ক্লিক করুন। এভাবে ৫ ডলার হলে আপনি ক্যাশআউট নিতে পারবেন Payza তে। Payoneer এ কমপক্ষে ১০ ডলার হলে ক্যাশআউট করতে পারবেন । বুঝতে খুব বেশি অসুবিধা হলে নিচের ভিডিও দুইটা দেখেন

ভিডিও ১
ভিডিও ২

Comments

Popular posts from this blog

অলস সময়কে কাজে লাগিয়ে পকেট খরচ চালান

স্বাগতম এআইটি টেক-এ।  সারাদিন নানা কাজের ব্যাস্ততার  ফাঁকে কিছুটা বা অনেকটা অলস সময় পড়ে থাকে। সেই সময়টাকেও কাজে লাগিয়ে  পকেট খরচ চালানোর মত টাকাটা আয় করা খুব সহজ। যদিও অনলাইনে আয় করাটা তেমন সহজ একটা কাজ না। তবে এখানে আমি যেটা শেয়ার করছি সেটা তুলনামূলক সহজ এবং পেমেন্ট বিকাশেও নেয়া যায়। এবং মাসে ৩০০০

PTC সাইট থেকে আয়ঃ ক্লিক্সসেন্স থেকে আয় করার পূর্ণ গাইডলাইন

আজ  যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তা হচ্ছে ক্লিক্সসেন্স এবং এটি দ্বারা কিভাবে আয় করা যায় তাই নিয়ে আলোচনা করবো। আমি আমার এই পোষ্টে ক্লিক্সসেন্স সমন্ধে একটি ভালো রিভিউ দেয়ার চেষ্টা করেছি। আমি আশা করি ক্লিক্সসেন্স এ যারা কাজ করছেন এবং যারা কাজ করতে চাইছেন তাদের সবার এই পোষ্টটি কাজে আসবে।ক্লিক্সসেন্স কি ?ক্লিক্সসেন্স একটি পিটিসি সাইট তবে এটি অন্যান্য পিটিসি সাইটের মতো না। এটির সমন্ধে আরোও

অনেকতো ডলার ইনকাম করলেন। এবার ইউরো ইনকাম করেন

কেমন আছেন? কথা না বাড়িয়ে কাজে নেমে পড়ি। প্রথমে বলে রাখি এটা শেয়ারইটের মতই। তবে এটাতে ফেসবুক , টুইটার , আর ইউটিউব  একাউন্ট থাকলেই হয়। প্রথমেই এই লিংকে